আমার
একাদশতম শিশুতোষ গ্রন্থ প্রকাশিত হয়েছে গত
বইমেলায়। পাঁচটি শিশুতোষ গল্প নিয়ে বইটির
নাম পরির নাম নিকিতা। গল্পগুলো হচ্ছে
: পরির নাম নিকিতা, কাকতাড়ুয়া, শায়লা
আর দোয়েল, তিতলির পরি
বন্ধু এবং প্রজাপতি ও
রঙিন পাখি। বইটির প্রচ্ছদ ও
অলঙ্করণ করেছেন মাহবুবুল হক। প্রকাশ করেছে
অ্যাডর্ন পাবলিকেশন। দাম আশি
টাকা। শিশুতোষ এই বইটি
যে কোনো পাঠকদের মনোযোগ আকর্ষণ করবে বলে
আশা রাখি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন