সূত্র উল্লেখপূর্বক এই ব্লগের যে কোনো লেখা যে কোনো জায়গায় উদ্ধৃত করা যাবে। তবে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই লেখকের অনুমতি নিতে হবে।

রবিবার, ৪ মার্চ, ২০১২

বানান বিষয়ক টিপস-২ : অদ্ভুতের ভুত ছাড়া সব ভূতেই দীর্ঘ উ-কার


[এই লেখাটি বানান সংক্রান্ত সম্পূর্ণ কোনো ব্যাকরণ নয়। সামান্য সতর্কতায় যতটা সম্ভব বানানভুল এড়ানোর টিপস মাত্র। এর মাধ্যমে কারও সামান্য কোনো উপকার হলে ভালো, না হলেও ক্ষতি হওয়ার আশঙ্কা নেই।]

বাংলায়ভুতযুক্ত বেশ কিছু শব্দ রয়েছে। লিখতে গিয়ে অনেক সময়ই আমরা খেই হারিয়ে ফেলি কোন জায়গায় হ্রস্ব -কার আর কোন জায়গায় দীর্ঘ -কার হবে। এক্ষেত্রে এই কথাটা যদি মনে রাখতে পারি, অদ্ভুতের ভুত ছাড়া সব ভূতেই দীর্ঘ -কার, তাহলে ভুত লিখতে গিয়ে আমাদের আর ভূতের কবলে পড়তে হবে না।
কয়েকটি শব্দ : অদ্ভুত ভূতপ্রেত ভূতাপেক্ষা পঞ্চভূত ভূতযজ্ঞ ভূতাবিষ্ট ভূতের গল্প ভূতের ভয় ভূতের বেগার ভূতপূর্ব অভূতপূর্ব ভূতভবিষ্যত্ কিম্ভূত সম্ভূত উদ্ভূত ইত্যাদি।

ভূ মানে পৃথিবী, ভূমণ্ডল, স্থল, ভূমি ইত্যাদি। ভূ থেকে ভূ-উপগ্রহ ভূকম্পন ভূমিকম্প ভূক্ষয় ভূখণ্ড ভূগর্ভ ভূগোল ভূচিত্র ভূতল ভূতলবাসী ভূত্বক ভূতত্ত্ব ভূতাত্ত্বিক ভূতত্ত্ববিদ ভূদৃশ্য ভূধর ভূনিয়ন্ত্রণ ভূপতি ভূপর্যটনকারী ভূপতি ভূপাতিত ভূলুণ্ঠিত ভূমণ্ডল ভূশয্যা ভূস্বর্গ ইত্যাদি।

তবে ভুবন লিখতে অবশ্যই হ্রস্ব -কার ব্যবহার করতে হবে। ভুবন ভুবনজয় ভুবনবিখ্যাত ভুবনেশ্বর ভুবনমাতা ভুবনমোহিনী; এমনকি আপন ভুবন-ও।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন